আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৬:৫৪

আত্মপ্রকাশ হলো ‘বঙ্গবন্ধু বাংলাদেশ’ ইউটিউব চ্যানেল

খান জাহান আলী ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী এবং বাংলাদেশের সঠিক ইতিহাস তুলে ধরার জন্যে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ’ নামে একটি ডিজিটাল আর্কাইভ গড়ে তোলা হয়েছে। নিউ ইয়র্কের খ্যাতিমান চিকিৎসক ডা. ফেরদৌস খন্দকারের উদ্যোগে গড়ে তোলা এই ইউটিউব চ্যানেলের আত্মপ্রকাশ উপলক্ষে সোমবার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, কমিউনিটির নেতা, শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতিকর্মীসহ অনেকে।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শহীদ হাসান এবং জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ এই চ্যানেলটির শুভসূচনা করেন। ডা. ফেরদৌস খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাস, শহীদ পরিবারের সন্তান ফাহিম রেজা নূর, সাংবাদিক নিনি ওয়াহেদ, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, বর্ণমালা সম্পাদক মাহফুজুর রহমান, আওয়ামী লীগ নেতা সিব্বির আহমেদসহ অনেকে।

লেখক ও সাংবাদিক শামীম আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে শহীদ হাসান বলেন, ‘এ ধরনের উদ্যোগের মধ্য দিয়ে ভবিষ্যত প্রজন্মের জন্যে দেশের ইতিহাস, জাতির পিতা সংগ্রামী জীবনী জানার সুযোগ তৈরি হলো। সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনের মাধ্যমে এই কাজটি চালিয়ে যেতে হবে’।

সৈয়দ মোহাম্মদ উল্লাহ উদ্যোক্তাদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘একজন বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। স্বাধীন দেশের মানুষ হিসেবে আমাদেরও অনেক দায়িত্ব রয়েছে’। বাংলাদেশের বিপুল উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, ‘দেশের ইতিহাসকে প্রয়োজনে বিভিন্ন ভাষায় পৌঁছে দিতে হবে আগামী প্রজন্মের কাছে’।

ইউটিউব চ্যানেলটির উদ্যোক্তা ডা. ফেরদৌস খন্দকার বলেন, ‘আমার জন্ম হয়েছিল ১৯৭১ সালে। সেই অর্থে মুক্তিযুদ্ধ তাই দেখা হয়নি আমার। এখন প্রতিটি মুহূর্তে মনে হয় মুক্তির যুদ্ধ করি। এই যুদ্ধ দেশ গড়ার যুদ্ধ। সেই তাগিদ থেকেই ভালো কিছু করার চেষ্টা করি’। তিনি আরো বলেন, ‘দেশের প্রতি দায়বন্ধতা আর জাতির পিতার প্রতি ভালোবাসা থেকে, এই উদ্যোগটি নিয়েছি আমরা’। প্রতিটি ক্ষেত্রে সঠিক ইতিহাস তুলে ধরার ক্ষেত্রে সচেষ্ট ও সতর্ক থাকার প্রতিশ্রুতি দেন তিনি।

অনুষ্ঠানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শহীদ হাসান বঙ্গবন্ধুকে নিয়ে চারটি গান গেয়ে শোনান। তবলায় ছিলেন তপন মদক এবং কি বোর্ডে পার্থ গুপ্ত। আবৃত্তি করেন গোপন সাহা।

আরো সংবাদ