আজ - রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ২:৫৬

আপেল খেয়ে প্রান গেলো দুই শিশুর।

খুলনার রূপসায় বিষাক্ত খাবার খেয়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে রূপসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃতরা হলো, রূপসা উপজেলার শ্রীফলতলা চন্দনশ্রী এলাকার শারীরিক প্রতিবন্ধী মাসুদ রানার মেয়ে ইরানি (৫) ও ছেলে আব্দুল গনি (৪)।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে রূপসা উপজেলার শ্রীফলতলা এলাকার শারীরিক প্রতিবন্ধী মাসুদ রানার দুই শিশু সন্তান বাজার থেকে কেনা মোয়া ও আপেল খেয়ে ঘুমিয়ে পড়ে। রাত ৩টার দিকে দু’জনই অসুস্থ হয়ে পড়ে। পরদিন বুধবার সকালে স্বজনরা তাদের খুলনা সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থা গুরুতর হওয়ায় তাদের আনা হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইরানি ও সন্ধ্যায় আব্দুল গনি মারা যায়।

নিহতদের বাবা মাসুদ রানার স্থানীয় বাজারে মুদি দোকান রয়েছে ও মা নার্গিস বেগম মানুষের বাড়িতে কাজ করেন। এ দম্পতির মাছুরা নামে ৮ বছর বয়সী আরেকটি মেয়ে সন্তান রয়েছে। দুই সন্তানের এমন মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে পড়েছেন বাবা, আর শোকে অসুস্থ হয়ে পড়েছেন মা।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, বিষাক্ত খাবার খেয়ে শিশু দুটির মৃত্যু হয়েছে। তাদের ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর বিস্তারিত কারণ জানানো যাবে।

আরো সংবাদ