আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১১:৩১

আমি আপনাদের লোক হয়ে থাকতে চাই : শাহীন চাকলাদার

স্টাফ রিপোর্টার।। যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে নৌকার প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, আমি আপনাদের লোক হয়ে থাকতে চাই। আমি জনকল্যাণের জন্য রাজনীতি করি। কল্যাণমূলক কাজ আমাদের করতে হবে। বিগত দিনে যা হয়েছে সেটি ভুলে গিয়ে সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। আমি কাজে বিশ্বাসী, কথায় বিশ্বাসী না। নেতা হওয়ার থেকে মানুষের ভালবাসা পাওয়াটা আগে দরকার। কারণ ঐক্যের বিকল্প নাই। এই নির্বাচন হচ্ছে সংগঠন গোছানো নির্বাচন।

আগামী ২৯ মার্চ উপ-নির্বাচনকে ঘিরে কেশবপুর উপজেলা আওয়ামী লীগ ও তার অংগ সংগঠন আজ ঐক্যবদ্ধ হয়েছে। ঐক্যবদ্ধ আওয়ামী লীগ এখন অনেক অনেক বেশি শক্তিশালী। আর এই ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ পরাজিত করতে পারবে না।


শনিবার বিকাল থেকে সন্ধ্যারাত পর্যন্ত কেশবপুর উপজেলার ভেরচী নিমতলা রাধা গোবিন্দ মন্দিরে মহা নামযজ্ঞানুষ্ঠান, বেতীখোলা বাজার, নুড়িতলা বাজার ও গড়ভাঙ্গা বাজারে স্ব স্ব ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমিন, সহ-সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা ও পৌর মেয়র রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ.কে.এম খয়রাত হোসেন, সহ-সভাপতি যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল খালেক, সহ-সভাপতি গোলাম মোস্তফা, যুগ্ম-সম্পাদক বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন, সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন ও যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, যশোর জেলা পরিষদের সদস্য আলহাজ্ব হাসান সাদেক, যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলাম, যশোর শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার ওলিয়ার রহমান, কেশবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশিষ্ট সাংবাদিক শ্যামল সরকার ও যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, কোষাধ্যক্ষ স্বপন কুমার মুখার্জী, সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য গৌতম রায়, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল, সাংগঠনিক সম্পাদক সাগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, সহ-দপ্তর সম্পাদক মনোজ তরফদার, সদস্য আলতাফ হোসেন বিশ্বাস, পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক এ্যাড. মিলন মিত্র, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মাষ্টার আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি, পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ আল বাহার, গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ অরুণ কুমার দে, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, সাবেক চেয়ারম্যান ইয়ার মাহমুদ, আওয়ামী লীগনেতা মহব্বত হোসেন, গাউসুল আজম তুহিন, উপজেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসান, সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত, উপজেলা যুবলীগের আহ্বায়ক প্যানেল মেয়র বিশ্বাস শহিদুজ্জামান শহিদ, সাবেক আহ্বায়ক প্রভাষক কাজী মুজাহীদুল ইসলাম পান্না, সাবেক যুগ্ম-আহ্বায়ক শাহারিয়ার রায়হান সান্টু, সুফলাকাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শাহীন আলম, পাঁজিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক নাজমূল হুসাইন, সদর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তৌহিদুর রহমান, যুগ্ম-আহ্বায়ক আব্দুল গফুর, সাবেক যুগ্ম-আহ্বায়ক লিটন হোসেন, পৌর যুবলীগনেতা লিটন গাজী, যুবলীগনেতা ফারুক হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল, সাধারণ সম্পাদিকা মমতাজ খাতুন, উপজেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদিকা ইউপি সদস্য রেহেনা ফিরোজ, পৌর কাউন্সিলর আব্দুস সাত্তার খান, পৌর কাউন্সিলর মনিরা খানম, আওয়ামী লীগনেতা আফছার উদ্দীন গাজী, আবু বক্কর সিদ্দিক, মশিয়ার গাইন, আব্দুর রশিদ, মশিয়ার দফাদার, আমিন উদ্দীন দফাদার, মিজানুর রহমান মিল্টন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক, যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান খান মুকুল, যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন মুন্না, ছাত্রলীনেতা আবুল হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল গফ্ফার, যুগ্ম-আহ্বায়ক তরিকুল ইসলাম, সাবেক যুগ্ম-আহ্বায়ক আবুল কালাম আজাদ, গৌরীঘোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাসুদুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাসার খান, যুগ্ম-আহ্বায়ক সেলিম খান প্রমুখ।

আরো সংবাদ