আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৮:৩২

“আমি নির্বাচিত হলে মানুষ শান্তি এবং স্বস্তিতে বসবাস করবে” – জাহিদ হাসান মিলন

এম আহম্মেদ (যশোর প্রতিনিধি): আগামী ২৮ শে ফেব্রুয়ারী ৫ম ধাপে যশোর পৌরসভার নির্বাচনে ০৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী যশোর জেলা যুবলীগের প্রচার সম্পাদক জাহিদ হোসেন মিলনের পক্ষে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মজ্ঞলবার বিকেলে পৌরসভার কাজীপাড়ার পুরাতন কসবা শাখা ছাত্রলীগের আঞ্চলিক কার্য্যালয় প্রাঙ্গণে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

ছবি: কর্মী সমাবেশ শেষে ফ্রেমবন্ধী ভক্ত সমর্থকবৃন্দ

এসময় বক্তব্যে কাউন্সিলর প্রার্থী জাহিদ হাসান মিলন বলেন, “ যশোর পৌরসভার ৪ নং ওয়ার্ড হবে একটি ভিআইপি ওয়ার্ড। আমি নির্বাচিত হলে ৪ নং ওয়ার্ডের মানুষ শান্তি এবং স্বস্তিতে বসবাস করবে। এ অঞ্চলের রাস্তাঘাট, বৈদ্যুতিক সেবা সহ সরকারের উন্নয়নমূলক বিভিন্ন ভাতা যোগ্য ব্যক্তিদের মাঝে পৌছে দেওয়ার উদ্দেশ্যেই আমি কাউন্সিলর হতে চাই। এ অঞ্চলের যেকোন সমস্যা জানা মাত্রই আমি তা সমাধানের চেষ্টা করব। ”

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদের সভাপতিত্বে ও যশোর জেলা ছাত্রলীগ নেতা মোঃ আরিফ হোসেনের সঞ্চালনায় কর্মী সমাবেশে বক্তব্য রাখেন যশোর সদর উপজেলা আওয়ামীলীগ নেতা মতলেব বাবু, সাবেক সদর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ ইউনুস আলী, যশোর জেলা ছাত্রলীগ নেতা আরিফ হোসেন শাকিল প্রমুখ।

আরো সংবাদ