আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৭:১০

আরবপুরের কৃষ্ণবাটী গ্রামে ত্রাণ বিতরণ করেন শাহারুল ইসলাম।

নিজেস্ব সংবাদদাতা: সদর উপজেলার আরবপুর ইউনিয়নের কৃষ্ণবাটী গ্রামে লকডাউনে থাকা  ১৫০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেন আরবপুর ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম ।

 

ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলাম খাদ্য সহায়তা প্রদান কালে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য সকলের নিকট দোয়া চান এবং সকলের উদ্দেশ্যে বলেন দূর্যোগের এই সময়ে আমাদের ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রী ৩ হাজারের বেশি শিক্ষার্থীকে শিক্ষা উপবৃত্তি প্রদান করেন।  বয়স্ক, প্রতিবন্ধী, বিধবা ভাতা হিসাবে ২৩০০ লোককে ৩০০০ / ৪৮০০ করে টাকা, গর্ভবতী ভাতা হিসাবে ১৫০ গর্ভবতী মহিলাকে ৭৫০০ টাকা, ১০০০ মানুষকে ২৫০০ করে ২৫ লক্ষ টাকা ও ৮ হাজারের বেশি ত্রান-সাহায্য দিয়েছেন।

 

তিনি আরও বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন অপ্রতিরোদ্ধ হয়ে উঠছে। বিশেষ করে এই রোগে বয়স্কদের ঝুঁকি বেশি তাই প্রত্যেক পরিবারকে সতর্ক থাকা সহ বিশেষ করে বয়স্কদের শিশুদের আদলে ঘরে রাখার পরামর্শ দেন তিনি।

আরো সংবাদ