আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৮:৪৪

আরবপুরে হঠাৎ অস্ত্রধারী সন্ত্রাসের উপদ্রব! গতরাতের হত্যাচেষ্টায় ব্যর্থ হলেও আহত-১

আবুল বারাকাত: আরবপুরে গভীর রাতে ধর্মতলা ইজিবাইক শ্রমিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাদশাকে হত্যা চেষ্টা করেছে একদল অস্ত্রধারী সন্ত্রাসী। এসময় বিবাদ মেটাটে আসা এক প্রতিবেশিকে ধারালো অস্ত্র দিয়ে যখম করেছে এসব উঠতি  সন্ত্রাসীরা। 

ঘটনাটি ঘটেছে দিবাগত রাত ২ টায়। এসময় ধর্মতলা ইজিবাইক শ্রমিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম বাদশা কে হত্যার উদ্দেশ্য খোলাডাঙ্গা ধর্মতলা গ্রামের মমিন পালয়ানের ছেলে বাবু পালোয়ান, খোলাডাঙ্গা কালিতলা গ্রামের লুৎফর রহমানের ছেলে কালো জানি, খোলাডাঙ্গা গাজিপাড়া গ্রামের ডাঃ শরিফুল ইসলামের ছেলে সুমন, খোলাডাঙ্গা গাজিপাড়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে রাকিব হাসান, খোলাডাঙ্গা হ্যাচারীপাড়া গ্রামের শাহালমের ছেলে নাজু সহ একটি সন্ত্রাসীদল বাদশার বাড়িতে হামলা এবং ভাঙচুর চালায়। বাদশার আত্বচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে তাদের উপর হামলা চালিয়ে প্রতিবেশীদের মধ্যে মোহাম্মদ শুকুর আলী কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে সন্ত্রাসী দলটি। আহত শুকুর আলী বর্তমানে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি ও চিকিৎসাধীন আছেন।

এবিষয়ে আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম প্রশাসনের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়ে একটি আবেদন পাঠিয়েছেন। আবেদনপত্রে তিনি উপরিউক্ত উঠতি সন্ত্রাসীদের নামউল্লেখ করে বলেন, উপরোক্ত সন্ত্রাসীরা ধর্মতলা সহ পার্শ্ববর্তী এলাকাসমূহ বসবাস করে তারা প্রত্যেকে সংঘবদ্ধ হয়ে দীর্ঘদিন যাবত ধর্মতলা সহ আশেপাশের এলাকায় বিভিন্ন কৌশলে মাদক বিক্রি চালিয়ে আসছে। নির্মাণাধীন বাড়ি সমূহে বিভিন্নভাবে কৌশল অবলম্বন করে চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে। সমবায় সমিতি কর্তৃক অনুমোদিত ধর্মতলা ইজিবাইক শ্রমিক সমবায় সমিতি শান্তিপূর্ণভাবে তারা তাদের কার্যক্রম চালিয়ে জীবনযাপন করছিল তারা প্রত্যেকেই ইজিবাইক শ্রমিক। ইজিবাইক চালিয়ে তারা জীবিকা নির্বাহ করে। গত ২ ফেব্রুয়ারি ২০২১ ইং তারিখে উপরোক্ত সন্ত্রাসী দল একত্রিত হয়ে নিরীহ ইজিবাইক শ্রমিকদের ওপর চড়াও হয়ে উক্ত সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে জিম্মি করে ইজিবাইক স্ট্যান্ড অফিস দখল করে নেয় এবং শারীরিক নির্যাতন সহ চাঁদাবাজি শুরু করে সাধারণ ইজিবাইক শ্রমিকদের উপর। অসহায় হয়ে পড়েন ইজিবাইক শ্রমিকগন। ‍

আবেদনে তিনি জানান, দিবাগত রাত ২ টার সময় ধর্মতলা ইজিবাইক শ্রমিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম বাদশা কে হত্যার উদ্দেশ্যে উপরোক্ত সন্ত্রাসী দল তার বাড়িতে হামলা এবং ভাঙচুর চালায়। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে তাদের উপর হামলা চালায়। প্রতিবেশীদের মধ্যে মোহাম্মদ শুকুর আলী কে প্রচুর মারধর করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। সে বর্তমানে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। তাদের এই কর্মকান্ডের পর থেকে ধর্মতলা এলাকার সাধারণ জনতার মাঝে ভয়-ভীতি বিরাজ করছে। ধর্মতলা ইজিবাইক শ্রমিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাদশা তার পরিবার-পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে। যে কোন সময় তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হতে পারে।

সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে তিনি আরও বলেন, ধর্মতলা খোলাডাঙ্গা হ্যাচারি পাড়াসহ সকল মানুষ প্রশাসনের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিল হঠাৎ করে প্রায় এক মাস পূর্বে থেকে উঠতে সন্ত্রাসীগন উক্ত অঞ্চলে মাদক, চাঁদাবাজি, সন্ত্রাসীসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে এলাকার শান্তিপ্রিয় মানুষের সর্বদা আতঙ্ক বিরাজ করছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত