আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১:২৫

আরবপুর ইউনিয়নে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ প্রদানে প্রধান অতিথি শাহারুল ইসলাম

২০২০-২১ অর্থ বছরে রবি মৌসুমে প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে এবং রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি পুনর্বাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় যশোর সদর উপজেলা আরবপুর ইউনিয়নে ৩৭৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ  বিতরণ করা হয়।

শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে আরবপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে উপসহকারী কৃষি কর্মকর্তা। উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা মোস্তফা হোসেনের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা আওয়ামীলীগ, সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন চেয়ারম্যান শাহারুল ইসলাম।

প্রধান অতিথি শাহারুল ইসলাম বলেন, করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পুনর্বাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আজ বীজ বিতরণ করা হল। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের সার্বিক তত্ত্বাবধানে এ বীজ  বিতরণ করা হচ্ছে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমার একটি উন্নত, সমৃদ্ধ দেশ গড়ে তুলবো। উন্নত, সমৃদ্ধ দেশ গড়ার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণ হবে। ‘আমরা উন্নত হব, তবে আমরা আমাদের কৃষক ও কৃষিকে বাদ না দিয়ে আমরা শিল্পোন্নত হয়ে উঠব।’ সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে কৃষকদের অধিকার রক্ষা করা। কারণ, খাদ্য ও পুষ্টি কৃষি সরবরাহ করে কৃষিই আমাদের বাঁচিয়ে রেখেছে। তাঁর সরকার কৃষকদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সব উন্নয়ন কর্মসূচি গ্রহণ করে।

এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন প্রবীণ আওয়ামীলীগ নেতা আজগার আলী গাজী, আরবপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা কার্তিক পাল। আরবপুর ইউনিয়ন যুবলীগ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, ৯ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি ফজলুর রহমান জনি, ৬ নং ওয়ার্ড সভাপতি ফারুক খান, ৬ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক জসিম গাজী, যুবলীগ নেতা আশরাফুল ইসলাম আশা, রিপন গাজী সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

আরো সংবাদ