আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৯:২২

আরাবপুরে প্রথম করোনা রোগী সনাক্ত।

 
জুয়েল হাওলাদার।। যশোর জেলার সদর উপজেলার। ৯ নং আরাবপুর  ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সর্দার পারার এলাকার বাসিন্দা ৪১ বছর বয়সী ডঃ আনিচুর রহমান  নামের এক ব্যক্তি করোনায় রোগে শনাক্ত হয়েছে। পেশায় সে একজন দাতের ডাক্তার। তার চেম্বার নাভারন নিউমার্কেটর মসজিদ মার্কেটর ২য় তলায়। তিনি বসবাস করেন আরাবপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের   সর্দার পারায়। তিনি এখন টিবি হসপিটালে চিকিৎসাধীন আছেন। বিষয়টি নিশ্চিত করেন তার স্ত্রী। 

আরাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শাহারুল ইসলাম , প্রশাসনের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী এসে আজ রবিবার তার বাসা লকডাউন করে দিয়ে যায়। সে সময় আরাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শাহারুল ইসলাম তার পরিবারকে বলেন আপনি আমার নম্বর রেখে দিন যে কোন প্রয়োজনে আপনি ফোন দিবেন আপনার বাসায় সব কিছু চলে আসবে, এখন ব্যাংক থেকে টাকা ওঠানো সমস্যা নগদ অর্থ লাগলেও আপনি আমাদের জানাবেন। ডাক্তারের বাসায় কাজ করত ২ জন। তাদের ২ জনের বাসার সবাইকে কোয়ারেন্টানে থাকার জন্য ১৫ দিনের খাবার চাল, ডাল, তেল, আলু, সাবান, এনং তরি তরকারির দায়িত্ব নেন এবং সাথে সাথে বাসায় পৌছায় দেন চেয়ারম্যান শাহারুল ইসলাম। এবং এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন সারা দেশে যেভাবে করোনা রোগী সনাক্ত হচ্ছে তাতে সামাজিক দুরুত্ব বজায় না রাখলে পরিস্থিতি আরো নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তাই সকলের উচিত স্বাস্থ্য বিধি মেনে চলা। এবং যথাসম্ভব ঘরে থাকা।

এদিকে সর্দার পারায় প্রথম করোনা সনাক্ত হওয়ায় এলাকার জনমনে আতঙ্ক বিরাজ করছে। অন্যদিকে হাট-বাজারে থেমে নেই লোক সমাগম। অসচেতন অবস্থায় মানুষ চলা-ফেরা ও নিত্যপ্রযোজনীয় জিনিস ক্রয়-বিক্রয় করছে। এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যৎ কি হবে সেটা কল্পনাতীত।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত