আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৪:৩৬

আলমডাঙ্গায় স্বামীর বাইক থেকে পরে স্ত্রী নিহত।

আলমডাঙ্গা উপজেলার চিৎলার মোড়ে স্বামীর মোটরসাইকেলের পিছন থেকে পড়ে গিয়ে বিউটি খাতুন (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি দামুড়হুদা উপজেলার ভগিরাতপুর পুরাতনপাড়ার বাসিন্দা মুস্তাফিজুর রহমানের স্ত্রী

হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৭টার দিকে মুস্তাফিজুর রহমান মোটরসাইকেলে তার স্ত্রী বিউটি খাতুনকে নিয়ে দৌলতপুরের উদ্দেশ্যে রওনা দেন। পথে আলমডাঙ্গা থানার আসমানখালী সড়ক হয়ে চিৎলার মোড়ে পৌঁছুলে বিউটি খাতুন মোটরসাইকেলের পেছন থেকে রাস্তার ওপর পড়ে  যান। স্থানীয়দের সাথে করে তার স্বামী মুস্তাফিজুর রহমান বিউটি খাতুনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগে নেয়। এসময় চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বিউটি খাতুনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান জানান, ঘটনাটি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->