প্রকাশিত : » ২৭ আগস্ট ২০১৮, সময়: » ১২:২০ অপরাহ্ণ, পঠিত: » 3156 views
নিজস্ব প্রতিবেদক: সামনেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন । নির্বাচনকে সামনে রেখে নানামুখী সমীকরণ করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বর্তমান সরকারের মেয়াদ শেষে আগামী বছর ২০১৮ সালের শেষের দিকে । বছরের শেষের দিকে অনুষ্ঠেয় এই জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়নের ক্ষেত্রে নারীদের প্রাধান্য দেবে আওয়ামী লীগ।
নারী ভোটারদের একচেটিয়া ভোটপ্রাপ্তি নিশ্চিতে এবং নারীর ক্ষমতায়নের দৃষ্টান্ত স্থাপন করতেই এ পরিকল্পনা ক্ষমতাসীনদের। বর্তমানে জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন ৩০ থেকে বাড়িয়ে ৫০ করা হয়েছে।এর সঙ্গে ‘সরাসরি আসনে’ নারীদের মনোনয়নের সংখ্যাও বাড়ানো হবে। এমনটিই বলছেন আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং দলটির সংসদীয় বোর্ডের সদস্য কাজী জাফরউল্লাহ বলেন, আগামী সংসদ নির্বাচনে সরাসরি আসনে নারীদের মনোনয়নের সংখ্যা বাড়বে। এক প্রশ্নে তিনি বলেন, জাতীয় সংসদের এক-তৃতীয়াংশ নারী এমপি দেখতে চায় আওয়ামী লীগ। কিন্তু সেটা সময়সাপেক্ষ। ধাপে ধাপে যেতে কিছুটা সময় লাগবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরাসরি নির্বাচন করে দশম সংসদে আসা নারী এমপিদের মধ্যে একাদশ সংসদেও যারা আওয়ামী লীগের মনোনয়ন পেতে পারেন, তারা হলেন রংপুর-৬ আসনের বর্তমান সংসদ সদস্য ড. শিরীন শারমিন চৌধুরী, গাইবান্ধা-২ আসনের মাহাবুব আরা বেগম গিনি, যশোর-৬ আসনের ইসমত আরা সাদেক, বাগেরহাট-৩ আসনের হাবিবুন নাহার, বরিশাল-৫ আসনে বেগম জেবুন্নেছা আফরোজ, শেরপুর-২ আসনে মতিয়া চৌধুরী, নেত্রকোনা-৪ আসনের রেবেকা মোমিন, মানিকগঞ্জ-২ আসনে মমতাজ বেগম, মুন্সীগঞ্জ-২ আসনে সাগুফতা ইয়াসমিন, ঢাকা-১৮ আসনে বেগম সাহার খাতুন অথবা ডা. দীপু মনি, গাজীপুর-৪ আসনে সিমিন হোসেন রিমি, গাজীপুর-৫ আসনে মেহের আফরোজ, ফরিদপুর-২ আসনে নির্বাচন করার মতো শারীরিক সক্ষমতা থাকলে সৈয়দা সাজেদা চৌধুরী, গোপালগঞ্জ-৩ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, চাঁদপুর-৩ আসনে ডা. দীপু মনি, সুনামগঞ্জ-২ আসনে জয়া সেনগুপ্তা, মৌলভীবাজার-৩ আসনে সৈয়দা সায়রা মহসীন অথবা তাদের পরিবারের কেউ, ঢাকা-৪ আসনে সানজিদা খানম অথবা জাতীয় পার্টির কেউ।
প্রথমবারের মতো আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেতে পারেন আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী। লক্ষীপুর-৪ আসন থেকে মনোনয়ন পেতে পারেন সাবেক এই সংরক্ষিত আসনের সংসদ সদস্য। চাঁদপুর-৫ আসনে সংরক্ষিত আসনের বর্তমান সংসদ সদস্য নূরজাহান বেগম মুক্তা, টাঙ্গাইলের দেলদুয়ার থেকে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, ঢাকা-১৪ আসনে যুব মহিলা লীগ নেত্রী সাবিনা আক্তার তুহিন, জামালপুর-২ আসনে মাহজাবিন খালেদের দলীয় মনোনয়ন পাওয়ার জোর সম্ভাবনা রয়েছে। একেবারে নতুনদের মধ্যে দলীয় মনোনয়ন পেতে পারেন নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি জালালউদ্দীন তালুকদারের মেয়ে জান্নাতুল ফেরদৌস, কুমিল্লা-২ আসনে ব্যবসায়ী নেত্রী সেলিমা আহমাদ প্রমুখ।
এ ছাড়া ২২ জন নারী সংসদ সদস্য রয়েছেন, যারা সরাসরি নির্বাচন করে সংসদে এসেছেন