আজ - রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - বিকাল ৫:৫৩

আলোচিত আনোয়ারুল কবীরের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা।

যশোর সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ফাতেমা আনোয়ারের পিতাকে ভুয়া মুক্তিযোদ্ধা উল্লেখ করে ফেসবুকে পোস্ট ও এ সংক্রান্ত লিফলেট বিতরণে বাধা দেয়ায় মারধর এবং চাঁদা দাবির ঘটনায় মামলা হয়েছে। রোববার বহুবিতর্কিত আনোয়ারুল কবীরের বিরুদ্ধে আদালতে মামলাটি করেছেন ফাতেমা আনোয়ারের ভাই শামীম আল মামুন। মামুন শহরের নীলগঞ্জ সাহাপাড়ার আনোয়ার হোসেনের ছেলে।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গেলাম কিবরিয়া অভিযোগটির তদন্ত করে ডিবি পুলিশকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। আসামি আনোয়ারুল কবীর ঝিনাইদহ মহেশপুরের নাটিমা গ্রামের মৃত এরশার আলীর ছেলে ও যশোর শহরের খড়কি স্টেডিয়াম পাড়ার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী রুহিন বালুজ।

মামলার অভিযোগে জানা গেছে, গত ১৬ মে বহুবিতর্কিত ও চাঁদাবাজ আনোয়ারুল কবীর তার ফেসবুক আইডিতে ফাতেমা আনোয়ারের বাবা আনোয়ার হোসেনকে ভুয়া মুক্তিযোদ্ধা ও ফাতেমা আনোয়ারকে ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান উল্লেখ করে পোস্ট দেয়। এর মধ্যে  গত ১৭ মে সন্ধ্যায় আনোয়ারুল কবীর ও তার লোকজন সিটি কলেজ গেটের সামনে এ সম্পর্কিত লিফলেট বিতরণ করে। বিষয়টি জানতে পেরে সন্ধ্যায় শামীম আল মামুন সেখানে গিয়ে প্রতিবাদ করলে আনোয়ারুল কবীরের সহযোগীরা তাকে মারধর ও ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে আরও মানহানিকর পোস্ট দিয়ে  হেয় প্রতিপন্ন করবে হলে হুমকি দেয়।

শামীম আল মামুনের চিৎকারে আশপাশের লোকজন

এসে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সুস্থ হয়ে থানায় মামলা করতে গেলে পুলিশের পরামর্শে তিনি আদালতে অভিযোগ করেন।

 

আরো সংবাদ