আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১১:৪৬

আলোচিত কবিতা “সম্পর্কের বাঁধন” লেখক মোঃ মাসুম বিল্লাহ্

কবিতা

সম্পর্কের বাঁধন

লেখকঃ মোঃ মাসুম বিল্লাহ্

দু’টি মনের একত্ব বন্ধন
যদি না হয় আত্মার বন্ধন
তবে সৃষ্টি হয় না সুন্দর সম্পর্কের মিলন।
একাকী হয় না মনের মিলন
দু’জন মানুষের পরিচয়ের মাধ্যমে হয় মনের মিলন।
এত সুন্দর পৃথিবীতে কারো আছে অজস্র বন্ধন
কারো নেই সুন্দর ভাবে বেঁচে থাকার সম্বল।
আবার কারো নেই সুখের সন্ধ্যান
সুখ সুখ করে আমরা কত ঘুরি মিছে মায়ায়,
তবুও আমরা বুঝি না এই মিথ্যা মায়ার জাল।
মিছে মায়ার পিছে ঘুরে
সময় যে কখন গেছে হারিয়ে
টের পাইনি একটুও বুঝি এখন সময় হারিয়ে।
পৃথিবীর বুকে নেই যে মায়া
আমরা বেঁচে আছি তবুও সত্য মিথ্যা মায়ার আশায়।
যদি সৃষ্টি হয় দু’টি মনের আকুতির মিলন
তবেই সুখে রবে দু’টি মানুষের সম্পর্কের বাঁধন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত