আজ - শুক্রবার, ৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ৬:০৬

ইট মেরে শেখ রাসেলের ভাস্কর্য ক্ষতিগ্রস্ত, আটক ১

যশোর শহরের চারখাম্বা মোড়ে নির্মিত শেখ রাসেলের ভাস্কর্য ইট মেরে ক্ষতিগ্রস্ত করায় আজিম ফকির নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (১৭ এপ্রিল) রাত তিনটার দিকে তাকে আটক করা হয়।

আটক আজিম ফকির যশোর সদর উপজেলার আড়পাড়া গ্রামের জয়নাল ফকিরের ছেলে। তিনি প্রিন্টিং প্রেসের ব্যবসার সঙ্গে জড়িত।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, আজিম ফকির বিভিন্ন মাজারে মাজারে ঘুরে বেড়ান। রাত তিনটার দিকে তিনি শহরের চারখাম্বার মোড়ে যান। এসময় তিনি ইট নিয়ে শেখ রাসেলের ভাস্কর্য লক্ষ্য করে ছুঁড়ে মারেন। এতে ভাস্কর্যের কাঁচ ভেঙে যায়। ওইসময় অদূরে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের বিষয়টি নজরে আসে এবং তারা আজিম ফকিরকে আটক করে।

তিনি আরও বলেন, আজিম ফকিরের কথাবার্তা অসংলগ্ন। তিনি এর আগে মাদক মামলায় জেলও খেটেছেন। ফলে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কারণ উদঘাটন সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত