আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১১:১৩

ইমাম হাসান লালের মৃত্যুতে শাহীন চাকলাদার ও শাহারুল ইসলামের শোক।

নিজেস্ব সংবাদদাতা : বাংলাদেশ আওয়ামীলীগ, যশোর শহর শাখা কমিটির সাবেক (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক, ও যশোর জেলা আওয়ামীলীগের সদস্য ইমাম হাসান লাল আজ সকালে যশোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ১৮ জুন ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

পরিবার সূত্রে জানা যায়, রাত তিনটার দিকে তিনি ষষ্ঠিতলাপাড়ার বাসভবনে অসুস্থ হয়ে পড়েন। তখনই তাকে জেনারেল হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগ থেকে করোনারি কেয়ার ইউনিটে স্থানান্তরের কিছু সময় পর ভোর চারটার কিছু সময় আগে মারা যান লাল। ডাক্তাররা পরিবারকে জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির এই সদস্য। এছাড়া তার শ্বাসকষ্টও ছিল। ইমাম হাসান লাল স্ত্রী, দুই মেয়ে ও অনেক অনুসারী-শুভাকাকাঙ্ক্ষী রেখে গেছেন।

যশোর শহর শাখা কমিটির সাবেক (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক, ও যশোর জেলা আওয়ামীলীগের সদস্য ইমাম হাসান লাল এর মৃত্যুতে যশোর জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও কেশবপুর-০৬ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনিত প্রার্থী শাহীন চাকলাদার এবং যশোর সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম।

আজ যোহর বাদ জিলা স্কুল মাঠে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

আরো সংবাদ