আজ - শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৫:৩২

ইমিগ্রেশন ভবন নির্মাণের কাজে বিএসএফের বাধা।

স্টাফ রিপোর্টার।। আখাউড়া আন্তর্জাতিক স্থলবন্দর চেকপোস্ট এলাকায় বাংলাদেশ পুলিশের ইমিগ্রেশন ভবনের নির্মাণ কাজ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ফের বাধার মুখে বন্ধ রয়েছে। তারা বলছে, বাংলাদেশ পুলিশ কর্তৃপক্ষের যে নকশায় ইমিগ্রেশন ভবনের নির্মাণ কাজ করা হচ্ছে, তা করা যাবে না।

নকশা সংশোধন করে বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কাজ করতে হবে। ফলে, বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে, সাধারণ যাত্রীদের।

২০১৬ সালের ডিসেম্বরে, আখাউড়া স্থলবন্দর চেকপোষ্টে বাংলাদেশ পুলিশের ইমিগ্রেশন ভবন নির্মাণ কাজ শুরু করে, মেসার্স বিজনেস সিন্ডিকেট ইন্টারন্যাশনাল কনষ্ট্রাকশন নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। তখন ইমিগ্রেশন ভবন এলাকায় নির্মাণ সামগ্রী রাখার শুরুতেই, ২০১৭ সালের ১১ মার্চ, ভারতের বর্ডার নিরাপত্তা বাহিনী বিজিবির মাধ্যমে নির্মাণ কাজ বন্ধ করে দেয়।

নির্মাণ কাজ বন্ধ থাকার পর পুলিশ বিভাগসহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতিপত্র নিয়ে, ২০১৯ সালে সেপ্টেম্বরের শেষ দিকে নির্মাণ কাজ ফের শুরু করা হয়। এরই মধ্যে দ্বিতীয় দফায় নির্মাণ কাজ বন্ধ করে দেয়, ভারতীয় বিএসএফ। তবে কবে নাগাদ কাজ শুরু হবে তাও ঠিক করে বলতে পারেনি কোন সংস্থা।

বিএসএফ এর বাঁধায় বর্তমানে কাজটি বন্ধ রয়েছে জানিয়ে, ইমিগ্রেশন চেকপোস্ট কর্মকর্তা আবদুল হামিদ বলেন, জরাজীর্ন ভবনের মাধ্যমে যাত্রীদের সেবা দেয়া হচ্ছে।

আখাউড়া সীমান্তের ওপারে ত্রিপুরা রাজ্যের আগরতলা আন্তর্জাতিক ইমিগ্রেশনের পশ্চিম পাশে বিএসএফ কর্তৃপক্ষ, বাংলাদেশ সীমানার গা ঘেঁষে বিএসএফ ক্যাম্পের স্থায়ী বিভিন্ন ভারী স্থাপনার কাজ চলছে। আর ত্রিপুরা সীমান্ত জুড়ে কাঁটাতারের বেড়ার পাশে, সুপ্রশস্ত সড়কের পাশাপাশি  নির্মাণ করা হয়েছে, আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোষ্ট।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত