আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১১:০২

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্র। বুধবার (৮ ডিসেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্মাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটির সভপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের আগামী ৭ কার্যদিবসের মধ্যে জীবনবৃত্তান্ত প্রদানের নির্দেশ দেয়া হয়। দলটির কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক শেখ স্বাধীন শাহেদ, উপ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক ও সদস্য রাকিব বিন আলমগীর ক্যাম্পাসে এসে জীবনবৃত্তান্ত সংগ্রহ করবেন।

এদিকে পৃথক এক বিজ্ঞপ্তিতে বিলুপ্ত কমিটির সভাপতি রবিউল ইসলাম পলাশ ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবকে কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক পদে মনোনিত করে কেন্দ্র।

উল্লেখ্য, ২০১৯ সালের ১৪ জুলাই রবিউল ইসলাম পলাশকে সভাপতি ও রাকিবুল ইসলাম রাকিবকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করে কেন্দ্র। ১ বছরের জন্য কমিটি গঠিত হলেও প্রায় আড়াই বছর বহাল থাকে এ কমিটি।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত