আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:৪২

ঈদের দিনেই যশোর ৫ জন করোনা পজিটিভ

স্টাফ রিপোর্টার।।  ঈদের দিন খুলনা মেডিকেল থেকে ৫টি নমুনার ফলাফল এসেছে তার সবগুলোয় নেগেটিভ। অর্থাৎ নতুন করে যশোরে আর কেউ করোানায় আত্রান্ত হয়নি। যশোরে এখন পর্যন্ত আক্রান্তের  সংখ্যা ৯৭। এ ছাড়া যশোরে করোনা থেকে মুক্তি পেয়েছেন ৫৫ জন।  সিভিল সার্জন শেখ আবু শাহীন এ তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার রেহনেওয়াজ বলেন,  খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৫টি নমুনার ফলাফল এসেছে। সবগুলোই নেগেটিভ। কিন্তু যবিপ্রবিতে পরীক্ষা হচ্ছেনা কেনো, কবে থেকে শুরু হবে এ প্রশ্নের জবাবে তিনি বলেন, যবিপ্রবি কর্তৃপক্ষ তাদেরকে চিঠি দিয়ে জানিয়েছে ২৭ তারিখ পর্যন্ত নমুনা পরীক্ষা বন্ধ থাকবে। ফলে খুমেকে নমুনা পাঠানো হচ্ছে। এদিকে, যবিপ্রবি কর্তৃপক্ষ জানান,  বিদ্যুৎ না থাকায় নমুনা পরীক্ষা করা যায়নি। এই সময়কালে ল্যাব পরিস্কার-পরিচ্ছন্ন করার কাজে হাত দেওয়া হয়েছে। ঈদের আগের দিন পর্যন্ত এই কাজ চলেছে। সবকিছু ঠিকঠাক থাকলে ২৭ বা ২৮ মে নমুনা পরীক্ষার কাজ শুরু করা হবে।

আরো সংবাদ