আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৮:০৬

উখিয়ায় রোহিঙ্গাদের মহাসমাবেশ- দাবি পূরণ না হলে ফিরবেনা তাঁরা।

রোহিঙ্গা নির্যাতনের দুই বছর পূর্ণ হলো আজ রোববার। সেই উপলক্ষে রোহিঙ্গারা উখিয়ার কুতুপালং ডি-৪ ক্যাম্প মাঠে এক বিশাল জনসমাবেশের আয়োজন করেছে। সেখানে নিজেদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার ঘোষণাও দেন নেতারা।

রোববার সকাল সাড়ে ৯টা থেকে উখিয়ার কুতুপালংয়ের ক্যাম্প এক্স-৪ এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন আরাকান রোহিঙ্গা সোসাইটির চেয়ারম্যান মাস্টার মুহিব উল্লাহ, আব্দুর রহিম, মোহাম্মদ ইলিয়াছসহ অন্য নেতারা।

বিভিন্ন ক্যাম্প থেকে আসা রোহিঙ্গাদের পদচারণায় কানা কানায় পরিপূর্ণ হয় সমাবেশস্থল।

উল্লেখ্য, রোববার রোহিঙ্গা সংকটের দুই বছর পূর্ণ হয়েছে। ২০১৭ সালের এ দিনে ভয়াবহ হত্যাযজ্ঞের ঘটনা ঘটে মিয়ানমারের রাখাইন রাজ্য।

এর পর থেকে বাংলাদেশে পালিয়ে আসে রোহিঙ্গারা। বর্তমানে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা প্রায় ১১ লাখ।

সমাবেশে বিভিন্ন ক্যাম্প থেকে লাখো রোহিঙ্গা উপস্থিত হয়েছেন।

সকাল ৯ থেকে শুরু হয়ে সকাল সাড়ে ১০টা পর্যন্ত সমাবেশ চলতে থাকে। এতে রোহিঙ্গা নেতারা ৫ দফা দাবির কথা তুলে ধরে বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত মিয়ানমারে ফিরবে না তারা।

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ বক্তব্য বলেন, রোহিঙ্গারা শুরু থেকে যেসব দাবিদাওয়া দিয়ে আসছিল, তৎমধ্যে নাগরিকত্ব, নিপরাত্তা এবং বসতভিটা ফেরত দিতে হবে। নইলে রোহিঙ্গা মিয়ানমারে ফেরত যাবে না।

সমাবেশে উপস্থিত লাখো রোহিঙ্গা এতে একমত রয়েছে। এসময় রোহিঙ্গারা হাত তুলে তার বক্তব্যের প্রতি একমত পোষণ করেন। সমাবেশে বিভিন্ন ক্যাম্পের রোহিঙ্গা নেতারা বক্তব্য রাখেন।

উল্লেখ্য যে, ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার সেনা,বিজিপি,রাখাইন জনগোষ্ঠির নির্যাতনের মূখে বাংলাদেশে পালিয়ে আসে সাড়ে ৭ লাখ রোহিঙ্গা। বর্তমানে নতুন-পুরনো মিলে প্রায় ১১ লক্ষাধিক রোহিঙ্গা রয়েছে উখিয়া-টেকনাফে।

আরো সংবাদ