আজ - শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - বিকাল ৩:৩৮

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড

 

খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়বহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত পৌনে ১০টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপরেশন থিয়েটারে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায় হাসপাতালের ওটি রুমের এসির সার্কিট ব্রেকাওে শর্ট সার্কিট হয়ে আগুন ধরে যায়। তাৎক্ষণিক ওটিতে আগুন দেখা গেলে হাসপাতাল কর্তৃপক্ষসহ রুগীর স্বজনরা ওটির দরজা ভেঙ্গে বালি ও পানি মেরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এদিকে আগুন লেগে গেলে ভয়ে অনেক রুগী তাড়াহুড়ো করে হাসপাতালের বাইরে চলে আসে। ওটির বিদ্যুতের লাইন আলাদা হওয়ায় রোগীদের ওয়ার্ডে কোন সমস্যা হয়নি জানা যায়।

এদিকে ওটি রুমের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হলে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। ওটির ভিতর এসি, চেয়ার ও বৈদ্যুতিক সংযোগে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নিতীশ চন্দ্র গোলদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, হাসপাতালের ওটি রুমের এসির সার্কিট ব্রেকারে শর্ট সার্কিট হয়ে আগুন লেগেছে। আমরা জানতে পেরে তাৎক্ষণিক পাইকগাছা পল্লী বিদ্যুৎ এর ডি জি এম এর কাছে ফোন দেই তিনি সাথে সাথে বিদ্যুৎ লাইন বন্ধ করে দেয় এবং আমরা আগুন নিভাতে সক্ষম হই। তবে রুগীদের কোন ক্ষয়ক্ষতি হয়নি।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত