আজ - রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - বিকাল ৫:০২

উপনির্বাচনে দুটি আসনের মূল দায়িত্বে এস এম কামাল হোসেন

আসন্ন পাবনা-৪, ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে তিনটি আসন পরিচালনার জন্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পাঁচ নেতাকে দায়িত্ব দিয়েছে আওয়ামী লীগ।

শনিবার (১২ সেপ্টেম্বর) দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা-৫ আসনের উপনির্বাচন পরিচালনার দায়িত্ব পেয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। তার সঙ্গে সমন্বয়কারী হিসেবে রয়েছেন সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

এছাড়া পাবনা-৪ আসনের উপনির্বাচনে সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান ও নওগাঁ-৬ আসনে যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম দায়িত্বপ্রাপ্ত হিসেবে থাকছেন। এই দুই আসনের উপনির্বাচন পরিচালনায় সমন্বয়কের দায়িত্বে থাকছেন সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। অর্থাৎ উপনির্বাচনে দুটি আসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন এস এম কামাল হোসেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত