এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পাসের হারে শীর্ষে রয়েছে যশোর শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা। রবিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে ফল হস্তান্তর করেন।
এবার সাধারণ ৯টি বোর্ডে পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। আর কারিগরি বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৮৫ শতাংশ। এছাড়া মাদরাসা বোর্ডে পাসের হার ৯৫ দশমিক ৪৯ শতাংশ।
এদিকে যশোর বোর্ডে পাসের হার ৯৮ দশমিক ১১ শতাংশ, কুমিল্লা বোর্ডে পাসের হার ৯৭ দশমিক ৪৯ শতাংশ, রাজশাহী বোর্ডে পাসের হার ৯৭ দশমিক ২৯ শতাংশ, ঢাকা বোর্ডে পাসের হার ৯৬ দশমিক ৫২ শতাংশ, বরিশাল বোর্ডে পাসের হার ৯৫ দশমিক ৭৬ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৯৫ দশমিক ৭১ শতাংশ, সিলেট বোর্ডে পাসের হার ৯৪ দশমিক ৮০ শতাংশ, দিনাজপুর বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৪৩ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ৩৯ শতাংশ।
২০২১ সালের ২ ডিসেম্বর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এ পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ড মিলিয়ে প্রায় ১৪ লাখ পরীক্ষার্থী অংশ নেন। গতবারের চেয়ে এবার ৩৩ হাজার ৯০১ জন পরীক্ষার্থী বেশি ছিল।