আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৭:৩৬

এইডস রোগীদের চিকিৎসায় যশোরে হচ্ছে এআরটি সেন্টার

এইচআইভি ও এইডস রোগীদের চিকিৎসায় যশোরে এন্টিরেট্রোভাইরাল থেরাপি (এআরটি) সেন্টার স্থাপন করা হচ্ছে। এটি স্থাপিত হলে এইচআইভি ও এইডস রোগীদের চিকিৎসার জন্য আর খুলনায় ছুটতে হবে না। যশোরেই তাদের চিকিৎসাসেবা প্রদান সম্ভব হবে।

বুধবার এইচআইভি/এইড্স বিষয়ক এক অবহিতকরণ সভায় সভাপতির বক্তব্যে যশোরের সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহীন এ তথ্য জানান। বিভিন্ন শ্রেণীর স্টেক হোল্ডারদের নিয়ে লাইট হাউস যশোর সাব-ডিআইসি এইচআইভি/এইডস বিষয়ক এই অবহিতকরণ সভার আয়োজন করে। যশোর জেলার ঝুঁকিপূর্ণ পুরুষ ও হিজড়া জনগোষ্ঠীর মাঝে কার্যকর এইচআইভি প্রতিরোধমূলক সেবা প্রদানের মাধ্যমে ঝুঁকি হ্রাসকরণের যশোর রেডক্রিসেন্ট সোসাইটির কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান। সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহীনের সভাপতিত্বে সভায় শুভেচ্ছা বক্তব্য ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রতিষ্ঠানের সাব-ডিআইসি ইনচার্জ মিলন মণ্ডল। সভায় জানানো হয়, যশোরে এখন পর্যন্ত ১২২ জন এইচআইভি পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা গিয়াস উদ্দিন, সমাজের কথার বার্তা সম্পাদক মিলন রহমান, এনজিও প্রতিনিধি আবিদুর রহমান, শাহজাহান নান্নু, এ্যাডভোকেট সাদেকা খাতুন বিল্লু, ওয়ার্ড কাউন্সিলর সাহেদ হোসেন নয়ন, এসআই খান সাহাবুল রহমান, ইমাম রমজান আলী লিটন প্রমুখ।

আরো সংবাদ