আজ - রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৮:৪২

এই সেই হাসিনা রূপের শ্রদ্ধা, টিজার প্রকাশ

বিনোদন ডেস্ক:

মুক্তি পেয়েছে ‘হাসিনা: দ্য কুইন অব মুম্বাই’ বা হাসিনা পার্কার সিনেমার অফিশিয়াল টিজার। এই ছবিতে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের বোন হাসিনার চরিত্রে অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর।
হাসিনার ভাই দাউদের ভূমিকায় রয়েছেন সিদ্ধান্ত কাপুর। বাস্তবে তিনি শ্রদ্ধার দাদা। পরিচালক অপূর্ব লাখিয়ার হাত ধরে এবার রিয়েল থেকে রিল লাইফেও ভাইবোন, শ্রদ্ধা-সিদ্ধান্ত।
আগে এই ছবির একটি পোস্টার ইনস্টাগ্রামে শেয়ার করেন শ্রদ্ধা। ফার্স্ট লুকেই নজর কাড়ে ‘হাসিনা’। পোস্টারে প্রথম নিজের দাদা সিদ্ধান্তকে দর্শকদের কাছে দাউদ হিসাবে সামনে আনেন অভিনেত্রী। এবার সামনে এল ছবির অফিশিয়াল টিজার।
কালো কামিজ, চওড়া কপাল, পান খাওয়া ঠোঁট, নাকছাবি, টেনে বাঁধা চুল এবং মোটা করে কাজল লাগানো চোখের হিংস্র লুকে অনবদ্য শ্রদ্ধা। ১৯৯১-তে হাসিনার স্বামী ইসমাইল পার্কারকে খুন করে অরুণ গাউলি। এর পরেই অন্ধকার জগতে হাতেখড়ি দাউদের বোনের। ছবিতে ইসমাইলের চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুর ভাটিয়া।

আরো সংবাদ