আজ - মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - দুপুর ১:৪০

একক প্রার্থী হিসেবে টানা তৃতীয় বারের মত উপজেলা চেয়ারম্যান হচ্চেন শাহিন চাকলাদার!

স্টাফ রিপোর্টার , যশোর : যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে টানা তৃতীয় বারের মত উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে যাচ্ছেন যশোর জেলা আওয়ামী লীগ সম্পাদক ও বর্তমান সদর উপজেলা চেয়ারম্যান শাহিন চাকলাদার।

আজ বুধবার বিকেলে তাঁর একমাত্র স্বতন্ত্র প্রতিদ্বন্দি সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহিত কুমার নাথ মনোনয়ন প্রত্যাহার করে নেন এর আগে অপর প্রতিদ্বন্দি ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ আল মামুন তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

ফলে চেয়ারম্যান পদে দলের মনোনীত একক প্রার্থী হিসেবে টানা তৃতীয় মেয়াদে উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন শাহিন চাকলাদার।

এই প্রথমবার দলীয় প্রতীকে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে ২০০৯ ও ২০১৪ সালে উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যানের দ্বায়িত্ব পালন করে আসছিলেন শাহিন চাকলাদার।

আরো সংবাদ