আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৩:১৬

একদিনে সর্বোচ্চ ৫১ করোনা রোগী শনাক্ত জয়পুরহাটে

জয়পুরহাট জেলায় একদিনে সর্বোচ্চ ৫১ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে জেলায় পাঁচদিনে করোনায় আক্রান্তের রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩২ জনে এবং মৃত্যু হয়েছে একজনের।

বুধবার (২ জুন) রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ল্যাবরেটরি (পিসিআর) থেকে পাঠানো রিপোর্টে ৭১ জনের নমুনা পরীক্ষায় ২০ জন ও জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ৮৯ জনের অ্যান্টিজেন পরীক্ষায় ৩১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী।

জয়পুরহাট সিভিল সার্জন অফিসের সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট শ্যামল কুমার জানান, জয়পুরহাটে এ পর্যন্ত ১৫ হাজার ৪৫৪ জনের নমুনা পরীক্ষায় এক হাজার ৭৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১২ জনের। সুস্থ হয়েছেন এক হাজার ৬৪৩ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ১৭৯ জন।

জয়পুরহাট জেলা প্রশাসক মো. শরিফুল ইসলাম বলেন, ‌‘করোনা সংক্রমণ প্রতিরোধে শতভাগ মাস্ক পরিধান নিশ্চিতকরণ এবং সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি অনুসরণের পরামর্শ দেয়া হয়েছে। প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেয়া হবে। জেলায় হাসপাতাল-ক্লিনিক যা আছে তাতে পর্যাপ্ত ব্যবস্থা নেই। তাই আমার অনুরোধ স্বাস্থ্যবিধি মেনে চলুন। করোনা সংক্রমণ প্রতিরোধে ইতোমধ্যেই রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত খাবার ও ওষুধের দোকান বাদে সকল দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।’

আরো সংবাদ