আজ - শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:১০

এখন থেকে আর নমুনা সংগ্রহ করবেনা আইইডিসিআর।

স্টাফ রিপোর্টার। করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা আর নেবে না জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটি এখন থেকে পুরোদমে গবেষণায় মনোযোগ দেবে। গবেষণার প্রয়োজন হলেই কেবল করোনার নমুনা নেবে তারা। এখন থেকে করোনার নমুনা সংগ্রহ ও পরীক্ষার পুরো কাজ করবে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ রোববার এ তথ্য জানিয়ে বলেন, সারাদেশে কোভিড-১৯ সংক্রমণের মাত্রা বেড়ে গেছে। ভবিষ্যতে এটা আরো বাড়তে পারে- এমন সম্ভাবনা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইইডিসিআরের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বর্তমান উপদেষ্টা ডা. মুশতাক হোসেন জানান, গতকাল রোববার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এখন থেকে আইইডিসিআর শুধু গবেষণার অংশ হিসেবে নমুনা সংগ্রহ করবে। রোগীর রোগ নির্ণয়ের জন্য স্যাম্পল সংগ্রহ আইইডিসিআরের কাজের মধ্যে পড়ে না। আসলে আইইডিসিআর এপিডেমিওলজিক্যাল সার্ভিলেন্সের অংশ হিসেবে নমুনা সংগ্রহ করে।’

তিনি আরো বলেন, ‘হাসপাতালগুলোয় এখন পরীক্ষার সুবিধা আছে। এজন্য কমিউনিটি লেভেলে রোগ নির্ণয়ের জন্য যে নমুনা পরীক্ষা, তার দায়িত্ব স্বাস্থ্য অধিদপ্তর নিয়ে নিয়েছে। তারা এখন থেকে নমুনা সংগ্রহ করবে এবং আইইডিসিআরের বাইরে অন্য ল্যাবরেটরিতে পরীক্ষা করবে।’

ডা. মুশতাক বলেন, ‘অন্যান্য ল্যাবরেটরিতে যে নমুনা পরীক্ষা চলছে, তার একটা অংশ আইইডিসিআর পুনরায় পরীক্ষা করবে। বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রেফারেন্স ল্যাবরেটরি হিসেবে কোয়ালিটি কন্ট্রোলের জন্য। যেসব নেগেটিভ রেজাল্ট হয় সেগুলো পুনরায় পরীক্ষা করবে আইইডিসিআর।’

গত বছরের শেষ দিকে চীনের উহান শহরে শুরু হয় করোনাভাইরাস। বাংলাদেশে এটির প্রথম অস্তিত্ব মেলে গত ৮ মার্চ। করোনাভাইরাস প্রতিরোধে শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে আইইডিসিআর। এখন দেশে ৩১টি গবেষণাগারে করোনা পরীক্ষা হচ্ছে, তাই নিজেদের নিয়মিত কাজে ফিরে গেল প্রতিষ্ঠানটি।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত