আজ - বৃহস্পতিবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, (শরৎকাল), সময় - রাত ৩:২৮

এখন থেকে ঢাকা থেকে নড়াইল পর্যন্ত চলবে মাশরাফির বাস।

পাঠকের কলাম : ঢাকা যাওয়ার সময় কিংবা ঢাকা থেকে বাড়ি ফেরার সময় আমাদের নড়াইলের মানুষের এতোদিন ভোগান্তির শেষ ছিল না।বিভিন্ন পরিবহনের মানহীন অবস্থা ও উচ্চমূল্য কিংবা নড়াইল থেকে ভাটিয়াপাড়া এসে টুঙ্গিপাড়া এক্সপ্রেসসহ ঢাকাগামী নানান বাসে চড়া আমাদের নিত্যদিনের ঘটনা ছিল।তাছাড়া আরামদায়ক কোন যাত্রীবাহী পরিবহনও ব্যবস্থা ছিল না।অবশেষে নড়াইল-২ আসনের মাননীয় সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা’র একান্ত প্রচেষ্টায় নড়াইলবাসীর দীর্ঘদিনের এই দুর্ভোগ লাঘবে প্রাথমিকভাবে ৪টি বাস দিয়ে শুরু হয়েছে নড়াইল থেকে মাওয়া হয়ে ঢাকা যাতায়াতের সুব্যবস্থা।সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত(এসি) বাস,যা নড়াইল ‌থেকে ঢাকার উদ্দেশ্যে সকাল ৮ টা ও বিকাল ৩ টায় ছেড়ে যাবে ও গুলিস্তান থেকে সকাল ৯ টা ও বিকাল ৪ টায় নড়াইলের উদ্দেশ্যে ছেড়ে আসবে।দুই দিক থেকেই বাসগুলো মাওয়া ঘাটে এসে লঞ্চে যাত্রী পারাপার করবে।টিকেট মূল্য মাত্র ৫০০ টাকা ।পর্যায়ক্রমে বাসের সংখ্যা আরো বাড়ানো হবে।নড়াইলবাসীর ঢাকাগমনকে সাশ্রয়ী, যুগোপযোগী ও আরামদায়ক করার সুব্যবস্থা করায় মাননীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জননেতা ওবায়দুল কাদের এমপি,নড়াইল-২ আসনের মাননীয় সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা ও বিআরটিসি’র সম্মানিত চেয়ারম্যান মোঃএহসানে এলাহীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা।
কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নড়াইলের সন্তানেরা,চাকুরীজীবীসহ সকল শ্রেণি-পেশার মানুষ এখন স্বস্তিতে ঢাকা টু নড়াইল/নড়াইল টু ঢাকা যাতায়াত করতে পারবেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->