আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১১:৪৪

এবার শিক্ষার্থীদের মাঝে ডিকশনারি বিতরণ করলেন শাহারুল ইসলাম

যশোরে মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে ডিকশনারি বিতরণের অনুষ্ঠান উদ্বোধন করেছেন যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহারুল ইসলাম। 

রবিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার আরবপুর ইউনিয়নের বালিয়া ভেকুটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিদ্যালয় প্রাঙ্গণে ইংরেজি ভাষার দক্ষতা অর্জনের আগ্রহ সৃষ্টির লক্ষ্যে এসব ডিকশনারি বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বালিয়া ভেকুটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান  শিক্ষক আব্দুল কাদের। এতে প্রধান  অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং অত্র বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোঃ শাহারুল ইসলাম।

তিনি বলেন, ‘করোনার কারণে দীর্ঘদিন স্কুল ছুটি ছিলো। এবার তোমাদেরকে আবারও লেখাপড়া শুরু করতে হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তোমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তোমাদেরকে অবশ্যই নিয়মিত শ্রেণিপাঠে অংশ নিয়ে ভালো ফলাফল অর্জনের চেষ্টা করতে হবে।’

স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণ কার্যক্রমের ব্যবস্থা করায় বিদ্যালয় কতৃপক্ষসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান শাহারুল ইসলাম।

এসময় এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ গণের উপস্থিতিতে শতাধিক শিক্ষার্থীর মাঝে ডিকশনারি  বিতরন সম্পন্ন হয়।

আরো সংবাদ