আজ - রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ৩:০২

এরশাদকে স্বৈরাচার দাবি করে ঢাবিতে ঘৃণা কর্মসূচি

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে স্বৈরাচার দাবি করে তার প্রতি ঘৃণা প্রদর্শন কর্মসূচি পালন করেছে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করে এ বামপন্থী সংগঠনটি। এসময় এরশাদের হাতে নিহত সব রাজনৈতিক হত্যার বিচার দাবি করেন। বিকেলে পাঁচটার দিকে ছাত্র ইউনিয়নের একদল নেতাকর্মী শহীদ রাজুর পাদদেশে দাঁড়ায়। এ সময় তাদের হাতে এরশাদ বিরোধী আন্দোলনে শহীদদের নামে বিভিন্ন প্ল্যাকার্ড ছিল। প্ল্যাকার্ড-ফেস্টুনে ‘আমি নূর হোসেন, এরশাদ আমার খুনি’, ‘আমি জয়নাল, খুনি এরশাদের স্বাভাবিক মৃত্যু হতে পারে না’, ‘আমি রাউফুন বসনিয়া, আমার হত্যাকারী এরশাদের বিচার চাই’ লিখে বিক্ষোভ করছিলেন তারা। কর্মসূচিতে উপস্থিত থাকা ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান নোবেল খানজাহান আলী 24/7 নিউজকে বলেন, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে তাজুল ইসলাম, রাউফুন বসুনিয়া, জয়নাল, জাফর, দীপালী, কাঞ্চন, ডাঃ মিলন, নূর হোসেন, মোজাম্মেলসহ আরো অনেকে শহীদ হয়েছেন। অসংখ্য নেতাকর্মী নির্যাতিত হয়েছেন।তিনি বলেন, স্বৈরাচার এরশাদের স্বাভাবিক মৃত্যু বাংলাদেশের মানুষ চায় না। যারা রাজনৈতিক সুবিধার জন্য স্বৈরাচারের সাথে আঁতাত করে শহীদদের রক্তের সাথে বেঈমানি করেছে তাদেরও এদের মানুষ ক্ষমা করবে না।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত