আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সন্ধ্যা ৬:৫১

এলাকাবাসীর মাঝে মাস্ক ও খাদ্যদ্রব্য বিতরণ করলেন আজিম বিশ্বাস।

আবুল বারাকাত :: যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদ সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিম বিশ্বাস নিজ অঞ্চলের মানুষের মাঝে মাস্ক,আটা,আলু বিতরণ করেন।

আজ ০১ এপ্রিল (বুধবার) তার নিজ বাড়ির আঙিনায় নির্দিষ্ট দুরত্বে বৃত্ত এঁকে নিজ এলাকার মানুষের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করেন এই ইউ পি সদস্য।

নিরাপদ দুরত্ব বজায় রেখে আজিম বিশ্বাসের মাস্ক ও খাদ্যসামগ্রী বিতরণ।

এলাকাবাসীরা জানান, আজিম বিশ্বাসের দেওয়া মাস্ক ও খাদ্যসামগ্রী আমাদের এই অসময়ে অনেক কাজে আসবে। আমরা এই সংকট মুহুর্তে এসব খাবার পেয়ে পারিবার নিয়ে কিছুুদিন চলতে পারবো।

বিতরণের পূর্বে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে জীবানু প্রতিরোধের উপায় শেখান আজিম বিশ্বাস

এসময় এলাকাবাসীর উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য দেন আজিম বিশ্বাস।বক্তব্যে এলাকাবাসীর মাঝে করোনা ভাইরাস কিভাবে ছড়ায় এবং এর থেকে প্রতিরোধের উপায় নিয়ে অালোচনা করেন তিনি।একই সময়ে মাস্কের সঠিক ব্যবহার নিশ্চিত করতে মাস্কের সঠিক ব্যবহার ও ভূল ব্যবহারের পার্থক্য বুঝিয়ে উপস্থিত সকলের মাঝে মাস্ক বিতরণ করেন এই ইউপি সদস্য।তিনি বলেন, আমার সামর্থ অনুযায়ী আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করবো।যতটুকু পেরেছি আজ কিছু খাদ্যসামগ্রী আপনাদের দিচ্ছি। আপনাদের উপকারে আসলেই আমার স্বার্থকতা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে কিছুদিনের মধ্যেই ইউনিয়ন পরিষদে অাপনাদের জন্য খাদ্যসামগ্রী পৌছাবে।আমি সুষ্ঠু বন্টনের মাধ্যমে খাবারগুলো আপনাদের মাঝে পৌছে দিবো।

আরো সংবাদ