আজ - মঙ্গলবার, ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - বিকাল ৩:৪০

এসএসসির ফরম পূরণের সময় বেড়েছে যশোর বোর্ডে!

যশোর সংবাদ :: যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ২০২০ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। নতুন সময় অনুযায়ী, বিলম্ব ফি ছাড়া ১৯ নভেম্বর এবং ১০০ টাকা বিলম্ব ফিসহ ২৫ নভেম্বর পর্যন্ত ফরম পূরণ করা যাবে।

পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ ঘোষণা দিয়েছেন। এর আগে গত ১৫ অক্টোবর এসএসসির ফরম পূরণের জন্য তিনি সময়সূচি বেঁধে দিয়েছিলেন।

১৫ অক্টোবরের ঘোষণা অনুযায়ী, নির্ধারিত সময় ছিল বিলম্ব ফি ছাড়া ৭ থেকে ১৪ নভেম্বর এবং বিলম্ব ফিসহ ১৮ থেকে ২১ নভেম্বর। অর্থাৎ পূর্ব ঘোষণা অনুযায়ী বিলম্ব ফি ছাড়া ফরম পূরণের শেষ দিন ছিল আজ বৃহস্পতিবার। তবে নতুন সময়সূচি অনুযায়ী তা আগামী মঙ্গলবার পর্যন্ত বিলম্ব ফি ছাড়ায় ফরম পূরণ করা যাবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত