আজ - রবিবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৩:২৩

‘কঠোর লকডাউনে’ শনিবার সকালের পাটুরিয়া ঘাট

‘কঠোর লকডাউন’ থাকলেও পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে জরুরি পণ্যসেবা গাড়ির সঙ্গে আজও ফেরিতে পার হচ্ছে যাত্রীসহ সব ধরণের গাড়ি।

আজ শনিবার সকাল ৯টায় সরেজমিনে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে ফেরিতে সব ধরণের গাড়ি পারাপার হতে দেখা যায়।

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটের আসা সব ফেরিতেই যাত্রী ও যাত্রীবহনকারী গাড়ি পার হচ্ছে। তবে বাস চলাচল বন্ধ রয়েছে।

এ বিষয়ে বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান বলেন, ‘জরুরি পণ্যসেবা, রোগী ও লাশবাহী গাড়ি পার করার জন্য ফেরি প্রস্তুত রাখা হয়েছে। তবে, সুযোগ বুঝে যাত্রী ও ছোট গাড়িও পার হয়ে যাচ্ছে। মানবিক কারণে তাদের ফেরি থেকে নামিয়ে দেওয়া যাচ্ছে না।’

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত