সুদ্বীপ নাগারওয়াল (ইউ পি) : ১৩০ কোটি জনগণের দেশ ভারতে গণধ’র্ষণের ঘটনা নতুন কিছু নয়। কিন্তু তাই বলে কবর থেকে তুলে মৃ’তদেহ তুলে! হ্যাঁ, স’ভ্যতার নি’ষ্ঠুরত’ম এই ঘটনাটি ঘটেছে ভারতেই। এদেশে (ভারত) ক’বরেও সুর’ক্ষিত নয় মেয়েরা।
সেখানেও তাদের তাড়া করে বেড়ায় পুরুষদের বিকৃত যৌ’ন লালসা। উত্তরপ্রদেশের গাজিয়াবাদ জেলার তহলকা গ্রামে ক’বর থেকে যুবতীর দেহ তুলে গণধ’র্ষণ করল তিন দু’ষ্কৃতী। ঘটনার তিন দিন আগে সন্তানের জ’ন্ম দিতে গিয়ে মৃ’ত্যু হয় ২৬ বছরের ওই যু’বতীর। ঘটনার দিন কবর থেকে ২০ ফুট দূরে তার বিব’স্ত্র মৃ’তদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।তারাই খবর দেন পু’লিশে।
অ’ভিযুক্তদের বি’রু’দ্ধে কোন ধারায় মা’মলা দায়ের করা হবে তা নিয়ে ধাঁ’ধায় পড়েছেন পু’লিশ। ভারতীয় দ’ণ্ডবিধিতে মৃ’তদেহের সঙ্গে যৌ’ন মিলন বলে স্প’ষ্টভাবে কোন কিছুর উল্লেখ না থাকায় অ’ভিযুক্তদের বিরু’দ্ধে ২৯৭ ধারায় (কবরে অ’বৈধ খনন) মা’মলা করা হতে পারে। দায়ের হতে পারে ৩৭৭ ধারাও (অ’স্বাভাবিক স’ঙ্গম)।