আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৬:১৩

করোনার টিকা নিলেন খালেদা জিয়া

করোনা ভাইরাসের টিকা নিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার বিকেল ৪টার দিকে রাজধানীর মহাখালীর ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে তিনি টিকা নেন বিএনপির মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।

অসুস্থতা বিবেচনায় খালেদা জিয়া গাড়িতে করে হাসপাতালের সামনে গেলেও তিনি গাড়ি থেকে নামেননি। টিকাদান কেন্দ্রের কর্মীরা এসে গাড়িতেই তাকে টিকা দিয়ে দেন।

যদিও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা করোনার সংক্রমণ এড়ানোর জন্য বাসায় টিকা নেয়ার পরামর্শ দিয়েছিলেন। বিএনপির পক্ষ থেকে সরকারের সঙ্গে সেভাবে চেষ্টাও করা হয়েছিল। শেষ পর্যন্ত হাসপাতালে এসেই টিকা নিলেন বিএনপিপ্রধান।

খালেদা জিয়ার টিকা নেয়াকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হাসপাতাল চত্বরে ভিড় করেন। ফলে সেখানে অনেকটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। বিকাল ৩টা ৪০ মিনিটে হাসপাতালে পৌঁছান খালেদা জিয়া।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত