আজ - রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ৩:৩৩

‘করোনার শঙ্কায় শীতে বিয়ে-সামাজিক অনুষ্ঠান এড়িয়ে চলা ভালো’

শীতে করোনা আক্রান্তের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তাই এই সময় যতটা সম্ভব সামাজিক অনুষ্ঠান এড়িয়ে চলাই ভালো।

আজ শনিবার বিকেলে মানিকগঞ্জ পৌর এলাকার নয়াকান্দিতে দেশের ১৩তম আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, এ সময় বিয়ে, নানা ধরণের সভা-সমাবেশসহ সামাজিক দূরত্ব বজায় রাখা ছাড়াও খেলাধুলাসহ অন্যান্য বিষয়াদি সীমিত আকারে করা ভালো। করোনার ভ্যাকসিন কেনার সকল কাজ সম্পন্ন হয়েছে। বিশ্ব ব্যাংকসহ সকল ব্যাংক ভ্যাকসিন ক্রয়ের টাকা দিতেও সম্মতি হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। দেশে করোনা সংক্রমণের হার এখনো শতকরা ১১ ভাগ। আমাদেরকে আরো কাজ করতে হবে এবং সংক্রমণের হার শূন্যের কোঠায় নিয়ে আসতে হবে। একটি মৃত্যুও আমাদের কাম্য নয়।

এ সময় জাতীয় জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউটের (নিপোর্ট) মহাপরিচালক অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে আরো বক্তব্য দেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানু,  অতিরিক্ত সচিব শাহ আলম, জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমীন আখন্দ, কর্নেল মালেক মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. আক্তারুজ্জামান, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম উপস্থিত ছিলেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত