আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১১:৫৩

করোনায় অসহায়দের মাঝে ঈদ উপহার ও সবজি বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি : করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত ও অসহায় হত দরিদ্রদের মাধ্যে ঈদ উপহার ও বিনা মূল্যে সবজি বিতরণ করা হয়েছে। আজ সদর উপজেলা পরিষদ চত্বরে শতাধিক মানুষের মাঝে এসব ঈদ উপহার ও বিনা মূল্যে বিভিন্ন রকমের সবজি বিতরণ করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের আর্থিক সহায়তায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বদরুদ্দোজা শুভ। পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের জোনাল ম্যানেজার গাজী এনামুল কবীরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার হাসানুর রহমান, এডমিন সালেহা পারভীন স্বপ্না প্রমুখ।

উপহার সামগ্রির মধ্যে ছিলো চাল ৫ কেজি, তেল এক লিটার, ডাল এক কেজি, চিনি এক কেজি, সেমাই দুই প্যাকেট, সাবান একটি, মাস্ক দুটি, আলু দুই কেজি, পটল এক কেজি, কুশি এক কেজি, করোল্লা এক কেজি, মিষ্টি কুমড়া এক কেজি, চাল কুমড়া একটি ও লেবু চারটি।

আরো সংবাদ