আজ - রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ২:৪৪

করোনায় তিন মাসে ১২৭ সাংবাদিকের মৃত্যু

সাগর সরোয়ার।। গত তিন মাসে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩১ দেশের মোট ১২৭ সাংবাদিকের মৃত্যু হয়েছে। জেনেভা-ভিত্তিক এনজিও প্রেস এম্বলেম ক্যাম্পেইন (পিইসি) এ তথ্য নিশ্চিত করেছে। এর মধ্যে বাংলাদেশি ৪ জন রয়েছেন। এনজিওটি মার্চের ১ তারিখ থেকে ৩১ মে পর্যন্ত সময় হিসাব করেছে। তাদের তথ্য অনুযায়ী, মৃতদের দুই তৃতীয়াংশ দায়িত্বরত অবস্থায় আক্রান্ত হন। এর মধ্যে শুধু মে মাসেই মারা গেছেন ৭২ জন।

পিইসি ৪ বাংলাদেশি সাংবাদিকের মৃত্যুর খবর দিলেও দেশীয় সাংবাদিকদের একটি ফেইসবুক গ্রুপের হিসাব অনুযায়ী, ২ জুন পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। করোনা মহামারি আকারে ছড়িয়ে পড়ার পর ‘আমাদের গণমাধ্যম-আমাদের অধিকার’ নামের ওই গ্রুপ থেকে প্রতিনিয়ত সাংবাদিকদের ব্যাপারে আপডেট দেয়া হচ্ছে। তাদের হিসাব অনুযায়ী, বাংলাদেশে ২৩৮ জন সাংবাদিক এখন পর্যন্ত কভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬৪ জন।পিইসি মহাসচিব ব্লেইস লেম্পেন বিবৃতিতে বলেছেন, সাংবাদিকদের মহামারির তথ্য জানানোর কাজে নিয়োজিত থাকতে হচ্ছে। গণমাধ্যম কর্মীরা নভেল করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। মৃতদের অনেকে পেশাগত দায়িত্ব পালনের সময় পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা পাননি।

আরো সংবাদ