আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১০:৫৯

করোনায় নিহত চেয়ারম্যান শাহারুল ইসলামের ভাইঝি স্বপ্নার জানাজা সম্পন্ন

যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহারুল ইসলামের ভাইঝি শিউলি আক্তার স্বপ্নার জানাজা সম্পন্ন হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, করোনা আক্রান্ত হলে স্বপ্নাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় গতকাল ২৬ আগস্ট রাত ১০ টা ৪০ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল ৩৮ বছর।

শিউলি আক্তার স্বপ্না যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহারুল ইসলামের বড় ভাই বাহারুল ইসলামের মেয়ে। সুজলপুর গ্রামের মাহাবুব হোসেনের স্ত্রী। নিহত স্বপ্নার এক মেয়ে দশম শ্রেণির ছাত্রী।
শুক্রবার জুম্মা বাদ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত