আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:০০

করোনায় নয় নিম্নবিত্তের আতঙ্ক ক্ষুধায়

স্টাফ রিপোর্টার।। করোনা পরিস্থিতিতে ফাঁকা ঢাকায়, ঢাকা পড়েছে নগরীর নিম্নবিত্ত মানুষের আয়ের পথ। তাই বাধ্য হয়ে পেটের ক্ষুধা নিবারণে পথে নামছে খেটে খাওয়া মানুষেরা। তবে অনেকের কাছে করোনাভাইরাস কোন আতঙ্ক নয়, বরং বড় আতঙ্ক ক্ষুধা। তাই অনেকেই মানছেন না করোনাভাইরাস মোকাবেলায় সামান্য নিরাপত্তা।

অন্যদিকে ফাকা রাজধানীতে পূর্বে বিভিন্ন ধরনের অপরাধ বাড়লেও এবার ভিন্ন চিত্র। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতায় সন্তুষ্ট নগরবাসী। জীবন যেখানে অর্থের গোলচক্রে বন্দি সেখানে মৃত্যুভয় তুচ্ছ এসব খেটে খাওয়া মানুষের কাছে।

তিন চাকার প্যাডেলে জীবন বাঁচিয়ে রাখা রিক্সাচালকের কাছে করোনা তাই কোনো আতংক নয়, আতংক ক্ষুধা। বড় কোন উৎসব যেমন ঈদ পূজার সময় ঢাকা ফাঁকা হলে বাড়ে অপরাধ প্রবণতা। ফাকা বাড়ি নিয়ে আতঙ্কে থাকে সবাই। কিন্তু এবার ভিন্ন চিত্র রাজধানীতে।

তবে এমন সময়ে বিত্তবানদের এগিয়ে আসার আহবানও জানান অনেকেই। আর অন্যান্য দিনের মত আজও নগরবাসীদের সচেতন করতে মাঠে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা।

আরো সংবাদ