আজ - রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সন্ধ্যা ৭:২৬

করোনায় ফেনী জেলা আ’লীগ সভাপতির মৃত্যু: শাহীন চাকলাদার ও শাহারুল ইসলামের শোক।

ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রবীণ আইনজীবী আক্রামুজ্জামান (৭৫) রোববার ভোরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা গেছেন।

আক্রামুজ্জামানের মৃত্যুতে যশোর জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও কেশবপুর-০৬ আসনের নৌকার প্রার্থী শাহীন চাকলাদার এবং যশোর সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম শোক জানিয়েছেন।

রোববার বিকাল সাড়ে ৫টায় ফেনীতে তার যানাজা অনুষ্ঠিত হবে।

আকারুজ্জামানের ভাতিজা আসাদুজ্জামান দারা জানিয়েছেন, শরীরে এজমা রোগের সমস্যা হলে গত ১৯ জুন তিনি ঢাকাস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন। পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। এ অবস্থায় তার শ্বাসকষ্ট বেড়ে গেলে প্রথমে আইসিইউ ও পরে ভেন্টিলেশনে রাখা হয়। রোববার ভোর সাড়ে ৫টার দিকে তিনি মারা যান।

আক্রামুজ্জামান ১৯৬৭ সালে ফেনী মহকুমা ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন। মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন তিনি। স্বাধীনতার পর ন্যাপের (মোজাফ্ফর) রাজনীতি শুরু করেন। স্বাধীনতার পর ন্যাপের ফেনীর মহকুমার সাধারণ সম্পাদক হন তিনি। ৯০ সালে আক্রামুজ্জামান আওয়ামী লীগে যোগ দেন। ফেনী জজ কোর্টে সরকারি কৌসুলি (পিপি) ছিলেন। ২০১৯ সালে জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।

তিনি স্ত্রী, ২ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আক্রামুজ্জামানের মৃত্যুতে ফেনী আওয়ামী লীগে শোকের ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত