আজ - বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৮:৫০

করোনা : দেয়াড়ায় অতন্দ্র চেয়ারম্যান আনিছ – ত্রাণ কমিটি গঠন – ২৪ ঘন্টা জরুরি সেবা।

মুনতাসির মামুন : যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের আরাজী আমেদাবাদে ১২০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ইউনিয়নটির চেয়ারম্যান আনিছুর রহমান।

সরকারী ও স্থানীয় বিত্তবানদের যৌথ সহায়তায় আজ শনিবার সকাল ১১ টায় প্রতিটি পরিবারে বাড়ীতে বাড়ীতে গিয়ে ১০ কেজি করে চাল পৌঁছে দিয়েছেন আনিছুর রহমান।

করোনার প্রভাবে কর্মহীন পরিবার গুলো যেন না খেয়ে থাকে সে লক্ষ্যে ইতিমধ্যেই প্রত্যেকটি ওয়ার্ডে ত্রাণ কমিটি গঠন ও তদারকি করছেন চেয়ারম্যান নিজেই। এছাড়াও জনগণের সেবায় ২৪ ঘন্টা নিজেকে নিয়োজিত রাখতে ইউনিয়ন পরিষদেই অবস্থান করছেন তিনি। দেয়াড়া ইউনিয়ন বাসীর জন্য হটলাইন নাম্বার হিসেবে তাঁর ব্যক্তিগত সেলফোনই +88 01716538683 ব্যবহার করছেন তিনি। গভীর রাতেও ইউনিয়নের কোন বাসিন্দা ফোন করলে খোদ চেয়ারম্যানই খাবার নিয়ে হাজির হয়ে যাচ্ছেন অভুক্তের দ্বারে।

বিতরণের জন্য নিয়ে যাওয়া হচ্ছে খাদ্য সামগ্রী।

ত্রাণ কমিটির তথ্যানুযায়ী করোনার প্রভাবে ঘরবন্দী কর্মহীন পরিবারগুলোকে খাবার পৌঁছে দেয়া তাঁদের খোঁজ খবর রাখা এখন চেয়ারম্যান প্রথম এবং প্রধান কাজ।

এভাবেই খাবারের প্যাকেট হাতে দ্বারে দ্বারে হাঁটছেন চেয়ারম্যান আনিছুর রহমান।

সেই ধারাবাহিকতা আজও আরাজী আমেদাবাদে ১২০ টি পরিবারের চাউল পৌঁছে দিয়েছেন ইউনিয়নটির চেয়ারম্যান আনিছুর রহমান এসময় ইউপি সচিব আক্তারুজ্জামান ও ইউপি সদস্য সেলিম হোসেন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য চেয়ারম্যান আনিছ এ পর্যন্ত সরকারী সহায়তায় পেয়েছেন ৪০০০ (চার হাজার) কেজি চাউল যা তিঁনি বিতরণ করেছেন ৪০০ (চার শত) পরিবারের মাঝে৷ এছাড়া নিজের পক্ষ থেকে এবং ইউনিয়ন পরিষদ ও স্থানীয় বিত্তবানদের যৌথ সহায়তায় মোট ১৮০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন তিঁনি।

আরো সংবাদ