আজ - বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৭:২৬

করোনা ফের ভয়ঙ্কর হচ্ছে চীনে – নতুন আক্রান্ত ৭৮ জন৷

আন্তর্জাতিক ডেস্ক।। করোনা ভাইরাস চীনে নতুন করে প্রাদুর্ভাব সৃষ্টি করতে পারে এমন শঙ্কার মধ্যেই দেশটিতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। কয়েক দিন ধরে দেশটি সুসংবাদ দিলেও নতুন করে সেখানে আরও ৭৮ জনের সংক্রমিত হওয়ার তথ্য পাওয়া গেছে। অন্যদিকে গেল এক সপ্তাহের মধ্যে নতুন করে সংক্রমণ হয়েছে উহানে।

ফ্রান্সের সংবাদ সংস্থা এএফপির বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এ তথ্য দিয়েছে। চীনে সোমবার নতুন করে আরও ৭৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটিতে ওইদিন করোনায় মারা গেছেন আরও সাতজন।

জনস্বার্থে প্রচারিত

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এক বিবৃতিতে জানায়, দেশটিতে সোমবার নতুন করে আরও ৭৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এই সংখ্যা গত রোববারের তুলনায় প্রায় দ্বিগুণ। ওইদিন করোনায় আক্রান্ত হয়েছিলেন মাত্র ৩৯ জন।এছাড়া ভাইরাসের উৎপত্তিস্থল উহানে মারা গেছেন সাতজন।বাংলাদেশে এ ভাইরাস শনাক্ত হয়েছে ৩৩ জনের শরীরে। এদের মধ্যে মারা গেছেন তিনজন। অন্যদিকে বিশ্বব্যাপী ৩ লাখ ৭৮ হাজার ৮৫৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১৬ হাজার ৫১৪ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২ হাজার ৬৯ জন।আক্রান্তদের মধ্যে ২ লাখ ৬০ হাজার ২৭৬ জন চিকিৎসাধীন। এদের মধ্যে ২ লাখ ৪৮ হাজার ২১৪ জনের অবস্থা স্থিতিশীল এবং ১২ হাজার ৬২ জন রয়েছেন আশঙ্কাজনক অবস্থায়।ইতালিতে এ ভাইরাস শনাক্ত হয়েছে ৬৩ হাজার ৯২৭ জনের শরীরে। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৭৭ জনে।

আরো সংবাদ