আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - ভোর ৫:৩৩

করোনা মোকাবেলায় এগিয়ে দুই তরুণ নেতা মাশরাফি-তন্ময়।

স্টাফ রিপোর্টার।। ডাক্তারের কাছে রোগী নয়,এবার রোগীর কাছে ছুটে যাবেন ডাক্তার’-করোনার দিনগুলিতে সাধারণ মানুষের চিকিৎসা পদ্ধতি সহজ করতে এমনি ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে নড়াইল ও বাগেরহাট জেলায়।

করোনাভাইরাস মোকাবেলায় গোটা বিশ্ব হিমশিম খাচ্ছে। বিভিন্ন দেশের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ছে। বাড়ছে মৃত্যুর মিছিল। বাংলাদেশও এর বাইরে নয়। এখন পর্যন্ত দেশে আক্রান্তের সংখ্যা ৬১ আর মৃতের সংখ্যা ৬ জন। এমন পরিস্থিতিতে দুই তরুণ সংসদ সদস্যের দারুণ সব উদ্যোগ মুগ্ধ করবে যে কাউকে।

বাগেরহাট-২ আসনের মাননীয় সংসদ সদস্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র শেখ সারহান নাসের তন্ময় ও নড়াইল-২ আসনের মাননীয় সংসদ সদস্য, তারুণ্যের আইকন মাশরাফি বিন মোর্ত্তজা এমন উদ্যোগ গ্রহণ করেছেন নিজ নিজ সংসদীয় আসনে।

নানাবিধ সমস্যায় জর্জরিত নড়াইল জেলায় এক প্রকার চ্যালেঞ্জ নিয়ে এই মহতী উদ্যোগ নিয়েছেন মাশরাফি বিন মোর্ত্তজা। যে নড়াইল জেলায় চিকিৎসক ও চিকিৎসা সেবার পর্যাপ্ত অপ্রতুলতা রয়েছে, সেখানে এমন পদক্ষেপ একমাত্র মাশরাফি বিন মোর্ত্তজাই বাস্তবায়ন করতে পেরেছেন। মাননীয় সাংসদ নড়াইলের মানুষের কথা বিবেচনা করে এরিমধ্যে ডাক্তারদের সুরক্ষার্থে ৫০০ পিপিই দিয়েছেন সঙ্গে ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা কার্যক্রম চালু করেছেন। এছাড়াও সরকারী ও নিজস্ব তহবিল থেকে দুজনই নিজেদের আসনে দরিদ্র ও কর্মহীন হয়ে পড়া পরিবারগুলোকে খাদ্য সরবরাহ করে আসছেন শুরু থেকেই।

সকল শ্রেণি-পেশার মানুষ নিয়ম মতো সেবা নিয়ে সার্বিক সহযোগিতা করলে সকলের দোরগোড়ায় পৌঁছে যাবে এই সেবা। এমন উদ্যোগ বাস্তবায়ন করায় সবক্ষেত্রেই সামনে থেকে কাজ করছে মাশরাফি বিন মোর্ত্তজার গড়া ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’।

এ নিয়ে মাশরাফি বলেন, এই সংকটে আপনার পরিবারের ক্যাপ্টেন আপনি। আপনাকেই পরিবারের হাল ধরতে হবে এই দুর্দিনে। আপনার, আমার, আমাদের আন্তরিক সহযোগিতায় সফল হোক এই উদ্যোগ।

শেখ তন্ময় তার অফিশিয়াল ফেসবুকে পেজে লিখেছেন, করোনা প্রতিরোধের লক্ষ্যে সম্প্রতি বিদেশ ফেরত এবং তাদের সংস্পর্শে আসা সকলকে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। এক্ষেত্রে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য কর্তৃপক্ষকে আপনার অবস্থান সম্পর্কে অবহিত করুন।

আরো সংবাদ