আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - ভোর ৫:০৫

কাদের মির্জার শাস্তি-বহিষ্কার দাবিতে দেয়ালে দেয়ালে পোস্টার

বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার শাস্তি ও দল থেকে বহিষ্কারের দাবিতে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনায় পোস্টারিং করা হয়েছে। রবিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার চাপরাশিরহাট, নতুন বাজার, বামনী বাজার, পেশকারহাটসহ বিভিন্ন ইউনিয়নে দেয়ালে দেয়ালে এসব পোস্টার সাঁটানো হয়।

পোস্টারে লেখা রয়েছে, ‘গত সাত মাসে নোয়াখালীর কোম্পানীগঞ্জে আবদুল কাদের মির্জার রাক্ষুসে থাবায় নিহত এবং আহতদের ছবি। কাদের মির্জার শাস্তি ও দল থেকে বহিষ্কারে মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনায়। প্রচারে- আ.কা মির্জার নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হয়ে নিহত এবং আহতদের পরিবার।’

অন্যদিকে, সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কাদের মির্জা ঘোষিত কমিটির কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল ও সাধারণ সম্পাদক মো. ইউনুছ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ধরনের পোস্টারিংয়ের তীব্র নিন্দ্রা ও প্রতিবাদ জানানো হয়। এ কাজে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত