আজ - মঙ্গলবার, ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ৮:১৪

কানাইতলায় রামনগরের আলাউদ্দিন নিহত!

স্টাফ রিপোর্টার।। যশোরে ট্রাকের ধাক্কায় আলাউদ্দিন বিশ্বাস (৫৫) নামে একজন চাকরিজীবী নিহত হয়েছেন।
শুক্রবার সকাল আটার দিকে যশোর-মণিরামপুর সড়কের কানাইতলায় এই দুর্ঘটনাটি ঘটে।

আলাউদ্দিন সদর উপজেলার রামনগর গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে।
নিহতের ভাই মুস্তাফিজুর রহমান বলেন, তার ভাই আলাউদ্দিন অভয়নগরে একটি সার কোম্পানিতে চাকরি করতেন। আজ সকাল আটটার দিকে তিনি কানাইতলায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। মণিরামপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। স্থানীরা উদ্ধার করে হাসপাতালে আনলে তার মৃত্যু হয়।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার অমীয় দাশ বলেন, হাসপাতালে আনার আগেই আলাউদ্দিনের মৃত্যু হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত