আজ - বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - দুপুর ২:৫৭

কারাগারে বিএনপি নেতা ইশরাক

রাজধানীর মতিঝিল এলাকা থেকে গ্রেফতার হওয়া বিএনপি নেতা ইশরাক হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট তামান্না ফারাহ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মতিঝিল থানার একটি মামলায় গ্রেফতারি পরোয়ানামুলে তাকে ঢাকার চিফ মেট্রোপলিট ম্যাজিষ্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে পুলিশ।
এ সময় তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন ইশরাক। উচ্চ আদালতের আদেশ মোতাবেক আত্মসমর্পন না করায় ২০২১ সালের ১৮ আগস্ট তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ।মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।২৬ মে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে।
এর আগে আজ  বুধবার সকাল সাড়ে এগারোটার দিকে তাকে গ্রেফতার করা হয়।
২০২০ সালের ১২ নভেম্বর ঢাকার ১৮ আসনের নির্বাচন বানচাল করার লক্ষে আসামিরা একত্রিত হয়ে বাংলাদেশ ব্যাংকের বিপরীত পাশে অগ্রনী ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীর পুড়িয়ে মারার উদ্দেশ্য আগুন ধরিয়ে দেয়।এতে গাড়িতে থাকা যাত্রীরা প্রাণে বেঁচে যায়।
এই ঘটনায় বিএনপির নেতা ইশরাকসহ ৪২ জনের বিরদ্ধে মতিঝিল থানায় মামলা করেন ঔ থানার উপ-পরিদর্শক আতাউর রহমান ভুইয়া।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত