আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:২২

কারাগার থেকে পালালো মাদক সম্রাট

গাইবান্ধা প্রতিনিধি|

গাইবান্ধা জেলা কারাগার থেকে বকুল হোসেন (৩৩) নামের এক মাদক মামলার আসামি পালিয়ে গেছে। গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটলেও আজ শনিবার  সকালে বিষয়টি গণমাধ্যম কর্মীরা জানতে পারে। পলাতক বকুল হোসেন গোবিন্দগঞ্জ উপজেলার রঘুনাথপুর পুটকা গ্রামের মৃত আহমদ আলীর ছেলে।গাইবান্ধা জেলার এই মাদক সম্রাট বকুলকে গ্রেপ্তারের পর গত এক মাস আগে জেলা কারাগারে পাঠায় গোবিন্দগঞ্জ থানা পুলিশ। এ ব্যাপারে গাইবান্ধা জেলা কারাগারের জেলার আবু নূর মো. রেজার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যাবার চেষ্টা করেন। পরে আসামি বকুল হোসেন পলায়নের বিষয়টি স্বীকার করে বলেন, জেলা প্রশাসন এবং আইন শৃঙ্খলাবাহিনীর  সহযোগিতায় তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।তিনি আরও বলেন, গাইবান্ধা গণপূর্ত বিভাগের অধীনে কারাগারের বাউন্ডারি ওয়াল উঁচু করণের কাজ চলছে। এই কাজের জন্য দেয়ালে লোহার অ্যাঙ্গেল লাগানো হয়। সবার অজান্তে আসামি বকুল ওই এ্যাঙ্গেল বেয়ে দেয়াল টপকে পালিয়ে যায়।

আরো সংবাদ