আজ - রবিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - রাত ৩:৩২

কাল ভোট, নৌকা প্রতীকের প্রার্থী নুরজাহান ইসলাম নীরা বর্তমানে আশঙ্কামুক্ত।

আগামীকাল যশোর সদর উপজেলা চেয়ারম্যান উপ-নির্বাচনের ভোট। ভোটের মাঠে উপস্থিত থাকবেন নৌকা প্রতীকের প্রার্থী নুরজাহান ইসলাম নীরা।

আগামীকাল রােববার সন্ধ্যায় গণসংযােগকালে দেয়াড়া ইউনিয়ন থেকে শহরে ফেরার পথে হৃদরােগে আক্রান্ত্র হন নৌকা প্রতীকের প্রার্থী নুরজাহান ইসলাম নীরা।

তিনি অসুস্থ হওয়ার সাথে সাথে তার দলীয় নেতাকর্মীরা যশাের মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা বেশি খারাপ হওয়ায় তাকে খুলনা নিয়ে যাওয়া হয়। বর্তমানে নৌকা প্রতীকের প্রার্থী নুরজাহান ইসলাম নীরা আশঙ্কামুক্ত।

তিনি যশাের শহরের কাজীপাড়ায় নিজ বাসভবনে চিকিৎসাধীন আছেন। বর্তমানে তিনি সুস্থ আছেন। আগামীকাল নির্বাচন মাঠে তাকে দেখা যাবে বলে জানিয়েছে তার রাজনৈতিক কর্মী হাজেরা বেগম।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->