আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:০৪

কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পক্ষে চীন

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, পাকিস্তানের বৈধ স্বার্থ ও অধিকার রক্ষার জন্য চীন ইসলামাবাদের প্রতি সমর্থন দেওয়া অব্যাহত রাখবে।

বেইজিং সফররত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশির সঙ্গে শুক্রবার বৈঠকের পর এ উদ্বেগ প্রকাশ করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ও স্টেট কাউন্সিলর ওয়াং ই। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য দিয়েছে।

কাশ্মীর ইস্যুতে একতরফা যেকোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে ওয়াং ই ভারত ও পাকিস্তানের প্রতি আহ্ববান জানিয়েছেন। দুদেশকে শান্তিপূর্ণ সহাবস্থানেরও পরামর্শ দিয়েছেন তিনি।

গত সোমবার সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু-কাশ্মীরকে নিজের অংশ হিসেবে একীভূত করে নেয় ভারত। এ নিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে।

আরো সংবাদ