রাজু আহম্মেদ (ঢাকুরিয়া প্রতিনিধি) : বাংলাদেশই নয় সারা দুনিয়ার সামরিক বিমান বাহিনীর জন্য আজ এক দুঃখজনক দিন।
২২ জন লিভিং ঈগল’ খ্যাত, কিংবদন্তির যুদ্ধবিমানের পাইলট গ্রুপ ক্যাপ্টেন সাইফুল আজম আজ দুপুরে ঢাকা সেনানিবসস্থ সামরিক হাসপাতালে মৃতুবরন করেছেন।
সাইফুল আজম ছিলেন বাংলাদেশের সেই কিংবদন্তী যুদ্ধ বিমানের পাইলট যিনি এখন পর্যন্ত পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক ইসরাঈলী যুদ্ধ বিমান ধ্বংস করেছিলেন।
তিনি সম্ভবত পৃথিবীর ইতিহাসে একমাত্র যুদ্ধবিমানের পাইলট যিনি চারটি দেশের (পাকিস্তান, বাংলাদেশ, ইরাক ও জর্ডান) পক্ষ নিয়ে যুদ্ধ বিমান নিয়ে আকাশে উড়ে সরাসরি যুদ্ধে অংশগ্রহন করেছেন। যুদ্ধক্ষেত্রে তার অসম সাহসিকতার জন্য তিনি পাকিস্তান (সিতারা-ই-আজম), বাংলাদেশ, ইরাক ও জর্ডান থেকে সামরিক পদকে ভূষিত হয়েছেন।
২০০১ সালে যুক্তরাষ্ট্রের সামরিক বিমান বাহিনী সাইফুল আজমকে পৃথিবীর সবচেয়ে সম্মানজনক সামরিক বিমান বাহিনী পদক ’লিভিং ঈগল’ এ ভূষিত করে। তিনি ছিলেন পৃথিবীর মাত্র ২২ জন ’লিভিং ঈগল’দের একজন।